পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 30, 2022, 9:02 PM IST

ETV Bharat / state

Road Construction Corruption Case: রাস্তা তৈরি দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী ঘনিষ্ঠ ঠিকাদার

রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার অধিকারী ঘনিষ্ঠ ঠিকাদার (Road Construction Corruption Case)৷

Etv Bharat
রাস্তা তৈরি দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী ঘনিষ্ঠ ঠিকাদার

কাঁথি, 30 নভেম্বর: কাঁথি পৌরসভার পথবাতি ও শ্মশানের জমি দুর্নীতির পর এবার রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে রাস্তা তৈরির জন্য নেওয়া টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার অধিকারী-ঘনিষ্ঠ এক ঠিকাদার(Adhikari Family Close Contractor Arrest in Road Construction Corruption Case)। বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভায় ।

সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এমপি লটে সড়ক উন্নয়নের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে । তৎকালীন কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী । সেই সুবাদে অধিকারী ঘনিষ্ঠ ঠিকাদার নারায়ণ চন্দ্র গিরিকে রাস্তা নির্মাণের ঠিকা দেওয়া হয় ৷ এরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে নারায়ণের বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে সেই অভিযোগে নারায়ণ চন্দ্র গিরিকে কাঁথি থানার পুলিশ গ্রেফতার করে । বুধবার তাঁকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয় ৷

আরও পড়ুন :দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানায়

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details