পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Digha Rape Incident : ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ দিঘায়, গ্রেফতার অভিযুক্ত - Accused arrested in housewife rape incident in Digha

সৈকত শহর দিঘায় গৃহবধূর নগ্ন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের ঘটনা সামনে এল ৷ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ (Accused arrested in housewife rape incident in Digha) ।

Digha Rape Incident
ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ দিঘায়, গ্রেফতার অভিযুক্ত

By

Published : Apr 18, 2022, 9:20 AM IST

দিঘা, 18 এপ্রিল : ধর্ষণের ঘটনা এ রাজ্যে এখন রোজনামচা ৷ এবার সৈকত শহর দিঘায় গৃহবধূর নগ্ন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের ঘটনা সামনে এল ৷ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ (Accused arrested in housewife rape incident in Digha) । রবিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নেওয়া হয়েছে ধর্ষিতার গোপন জবানবন্দিও ৷ ধৃত যুবক রেল দফতরের ঠিকাদারের অধীনে কর্মরত বলে জানা গিয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা যুবতীর বাড়িতে যাওয়া-আসা ছিল প্রতিবেশী বিশ্বজিৎ মণ্ডলের । আড়াই বছর আগে যুবতী গৃহবধূর অজান্তে তাঁর স্নানের ভিডিয়ো মোবাইলের ক্যামেরায় বন্দি করেন অভিযুক্ত ৷ এরপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত ওই গৃহবধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলার থেকে কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়নাও হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে বিশ্বজিতের বিরুদ্ধে ৷ লজ্জায় ওই গৃহবধূ ঘটনার কথা প্রথমে কাউকে জানাতে সাহস পায়নি। সম্প্রতি একই ঘটনার পুনরাবৃত্তি হলে গৃহবধূ তাঁর স্বামীকে সমস্ত ঘটনাটি জানান।

আরও পড়ুন : বসিরহাটে মহিলা খুনে অভিযুক্ত প্রেমিক, হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার যুবক

শনিবার সন্ধেয় সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হন ধর্ষিতা। অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, "মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবকের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে আদালত থেকে নিজেদের হেফাজতে নিয়েছি আমরা ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details