পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে নাবালিকা অন্তঃসত্ত্বা, ধৃত অভিযুক্ত - Rasulpur

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী নাবালিকা সঙ্গে সহবাসের অভিযোগ এগরা থানার রসুলপুরের বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৷ রবিবার তাঁকে গ্রেপ্তার করে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক তাঁকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

এগরা

By

Published : Aug 26, 2019, 1:52 AM IST

Updated : Aug 26, 2019, 2:03 AM IST

এগরা, 26 অগাস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী নাবালিকা সঙ্গে সহবাসের অভিযোগ এগরা থানার রসুলপুরের এক যুবকের বিরুদ্ধে ৷ তাঁর নাম বিশ্বজিৎ মণ্ডল ৷ শনিবার সকালে এই নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় জানা যায় সে অন্তঃসত্ত্বা ৷ শনিবার ওই নাবালিকার পরিবার এগরা থানায় এই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ রবিবার বিশ্বজিৎকে গ্রেপ্তার করে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক তাকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর এক প্রতিবেশী নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছে অভিযুক্ত ৷ শনিবার সকালে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল ৷ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা ৷ সেখানে তাঁকে পরীক্ষা করার পর চিকিৎসক জানায় সে অন্তঃসত্ত্বা ৷

নাবালিকা জানায় প্রতিবেশী বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে বিশ্বজিৎ ৷ এর পরই প্রশাসনের দ্বারস্থ হয় এই নাবালিকার পরিবার ৷ প্রশাসনের পক্ষ থেকে এগরা হাসপাতালে ওই নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Aug 26, 2019, 2:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details