পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তমলুকে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 তৃণমূল নেতা - তমলুকে দুর্ঘটনা

তমলুকের রামতারক এলাকার কাছে দুর্ঘটনা । মৃত চার জন তৃণমূল নেতা ।

tamluk
তমলুক

By

Published : Jan 9, 2020, 10:41 AM IST

Updated : Jan 9, 2020, 11:38 AM IST

তমলুক, 9 জানুয়ারি : তমলুকে গাড়ি দুর্ঘটনায় মৃত চার তৃণমূল নেতা । গুরুতর আহত দু'জন । আজ সকালে হুগলি থেকে দিঘা যাওয়া পথে 41 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃতরা প্রত্যেকেই হুগলির বাসিন্দা ।

আজ ভোররাতে তমলুকের রামতারক এলাকার কাছে মাছের লরিতে ধাক্কা মারে একটি মারুতি গাড়ি । সেই সময় গাড়িতে মোট ছ'জন ছিলেন । তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । বাকি একজন পরে মারা যান । আর দু'জনকে গুরুত্বর অবস্থায় তমলুক জেলা হাসাপাতালে ভরতি করা হয় । মৃত দীপঙ্কর বেরা (43) হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের কিশোরপুর অঞ্চলের কার্যকরী সভাপতি । প্রসেনজিৎ দিগার (53) হুগলির কিশোরপুর অঞ্চলের তৃণমূলের ST, SC সেলের সভাপতি, মৃত দিলীপ সামন্ত (50) ও রাজু পণ্ডিত (32) স্থানীয় তৃণমূল নেতা ।

এবিষয়ে তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করতে পারেনি চালক । আর তাই ট্রাকের পিছনে ধাক্কা মারে । ট্রাকটিকে আটক করা হয়েছে । চালক পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

Last Updated : Jan 9, 2020, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details