পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাম্পার ও মোটর ভ্যানের সংঘর্ষে 1 জনের মৃত্যু, জখম আরও 1 - দিঘা নন্দকুমার জাতীয় সড়ক

ডাম্পার ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 1 জনের মৃত্যু ৷ আরও এক ব্যক্তি ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷

accident-between-a-dumper-and-a-motore-van-in-nandkumar-east-medinipur
ডাম্পার ও মোটর ভ্যানের সংঘর্ষে 1 জনের মৃত্যু, জখম আরও 1

By

Published : Apr 18, 2021, 6:36 PM IST

নন্দকুমার, 18 এপ্রিল : ডাম্পারের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষে 1 জনের মৃত্যু ৷ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের 116 বি জাতীয় সড়ক মারিশদা থানার বেতালিয়া এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, একটি মোট ভ্যানে করে দুই ব্যক্তি কাঁথির মেছেদা বাইপাস থেকে মারিশদা থানার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার মোটর ভ্যানে ধাক্কা মারে ৷

আরও পড়ুন : মেখলিগঞ্জে পথ দুর্ঘটনা, মৃত 2

ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এই ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের ব্যাপক যানজট তৈরি হয় ৷ বাস, লড়ি সহ বহু গাড়ি আটকে যায় ৷ খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ৷ এর পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় ৷ পুলিশ ঘাতক ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ তবে, ডাম্পারের চালক ঘটনার পর থেকেই পলাতক ৷ মৃত ও আহতের পরিচয় জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details