পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ ভ্যানে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত 3 পুলিশকর্মী - পুলিশের গাড়ি

টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের । ঘটনায় আহত তিন পুলিশকর্মীসহ চার জন ৷

পুলিশের গাড়ি

By

Published : Aug 12, 2019, 10:27 PM IST

Updated : Aug 12, 2019, 10:44 PM IST

কোলাঘাট , 12 অগাস্ট : পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের । আহত তিন পুলিশকর্মীসহ চার জন । ঘটনাটি কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরের । আটক করা হয়েছে পিকআপ ভ্যানের চালককে ।

আরও পড়ুন : উত্তরাখণ্ডে খাদে পড়ল স্কুলভ্যান, মৃত 9 পড়ুয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ 41 নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল কোলাঘাট থানার পুলিশের গাড়িটি ৷ সেই সময় হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে ৷ ঘটনায় আহত হন কোলাঘাট থানার ASI পীযূষ মাইতি, কনস্টেবল সুশান্ত মাইতি, NVF প্রসেনজিৎ প্রামাণিক ও গাড়িচালক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ প্রাথমিক চিকিৎসার পর গাড়ির চালক ও NVF প্রসেনজিৎ প্রামাণিককে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ASI পীযূষ মাইতি ও কনস্টেবল সুশান্ত মাইতিকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

দেখুন ভিডিয়ো

ASI পীযূষ মাইতি বলেন, "হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল । আমাদের গাড়ি দেখে ব্রেক কষলেও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আমাদের গাড়িতে ধাক্কা মারে ৷" অন্যদিকে পিকআপ ভ্যানসহ ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি ।

Last Updated : Aug 12, 2019, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details