পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee Rally: কাঁথির সভামঞ্চ থেকে 'বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর' গড়ার ডাক অভিষেকের

নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai) জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Rally) ৷ সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ কী বললেন তিনি ?

Abhishek Banerjee Rally in Contai near Suvendu Adhikari House
Abhishek Banerjee Rally: কাঁথির সভামঞ্চে অভিষেক

By

Published : Dec 3, 2022, 3:17 PM IST

Updated : Dec 3, 2022, 5:51 PM IST

কাঁথি, 3 ডিসেম্বর: 'শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে' দাঁড়িয়ে তাঁকেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Rally) ৷ বললেন, যে মেদিনীপুর ব্রিটিশবিরোধী লড়াইয়ে সারা ভারতকে পথ দেখিয়েছিল, সেই মেদিনীপুরেরই এক সন্তান ব্রিটিশদের দালালি করা দলে নাম লিখিয়েছেন ! শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য ! আর তাই কাঁথির সভামঞ্চ থেকে 'বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর' গড়ার ডাক দিলেন অভিষেক ৷

যদিও পূর্ব মেদিনীপুরের কাঁথিকে 'অধিকারী গড়' বা 'শুভেন্দু অধিকারীর গড়' বলায় ঘোরতর আপত্তি রয়েছে অভিষেকের ৷ শনিবার কাঁথির সভামঞ্চেই সেকথা স্পষ্ট করে দেন তিনি ৷ সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "আপনারা আপনাদের হেডলাইন সংশোধন করুন ৷ এটা অধিকারী গড় হতে যাবে কেন ? পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসনের মধ্যে 9টিতেই আমরা জিতেছি ৷ সব মিলিয়ে অবিভক্ত মেদিনীপুরে 35টি আসন রয়েছে ৷ মানুষের আশীর্বাদে তৃণমূল জিতেছে 26টিতে ৷ পৌরসভা নির্বাচনে তমলুক, এগরা, কাঁথি জিতেছে তৃণমূল ৷ তাহলে আর এটা অধিকারী গড় হল কীভাবে ? এটা আদতে মা-মাটি-মানুষের গড় ৷ আমি সেই গড়ে এসেছি ৷"

আরও পড়ুন:কাঁথিতে আজ অভিষেকের মেগা শো , প্রস্তুত সভাস্থল

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু ৷ পালটা আক্রমণের পথে হেঁটেছেন অভিষেকও ৷ এদিনও তার ব্যতিক্রম হয়নি ৷ শনিবারের সভা শুরুর আগে শহিদ ক্ষুদিরাম বসু-সহ বহু বিশিষ্ট ব্যক্তির ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ পরবর্তীতে সভামঞ্চে সেইসব বিশিষ্টদের কথা উল্লেখ করেন তিনি ৷ সভায় উপস্থিত সকলকে মনে করিয়ে দেন, 1889 সালের 3 ডিসেম্বর এই মেদিনীপুরের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু ৷ তাঁর আত্মবলিদান আজও সারা ভারত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ৷ এর পাশাপাশি, অভিষেক উল্লেখ করেন তাম্রলিপ্ত সরকারের ৷ 1742 সালের 17 ডিসেম্বর এই মেদিনীপুরের মাটিতেই তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল ৷ সেই সরকারও পরাধীন ভারতে সকলকে নতুন দিশা দেখিয়েছিল ৷

এরপরই অভিষেক বলেন, যে মেদিনীপুরের মাটির এত বীরগাথা রয়েছে, সেই মেদিনীপুরেরই এক সন্তান বিজেপির মতো দলে গিয়ে নাম লিখিয়েছে ৷ যে দল আদতে ব্রিটিশ ভারতে বিদেশি শাসকদলের পদলেহন করেছে ৷ নিজের পিঠ বাঁচাতে অমিত শাহের পা ছুঁয়ে সেই দলেই নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এদিনের সভায় উপস্থিত তৃণমূলের নেতা, কর্মীদের উদ্দেশে অভিষেক নির্দেশ দেন, রবিবার থেকেই কাঁথি তথা পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লকে মিটিং, মিছিল করতে হবে ৷ 'বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর' গড়ে তুলতে হবে ! অভিষেক বলেন, মেদিনীপুরের মানুষের প্রতি তাঁর আস্থা আছে ৷ তাঁরা পরাধীন ভারতে ব্রিটিশকে তাড়াতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ৷ আগামিদিনে এই মেদিনীপুরেরই মানুষ বেমাইন হঠাতেও সেই একই ভূমিকায় অবতীর্ণ হবেন ৷

Last Updated : Dec 3, 2022, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details