পটাশপুর, 30 মে: শুভেন্দুর জেলায় এবার অভিষেকের পদার্পণ ৷ আজ তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ 30 মে থেকে টানা চারদিন পূর্ব মেদিনীপুর জেলায় জনসংযোগ যাত্রা করবেন তিনি ৷
দুপুর দেড়টায় সবংয়ের রাইস মিল গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে অভিষেকের ৷ এরপর পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঢুকবেন তিনি । সোখানে রোডশোর পর এগরাতে পথসভা করবেন ৷ এরপর এগরা থেকে রোডশো ও পথসভার মধ্য দিয়ে পানিপারুল দেপাল মাজনা হয়ে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছাবেন তৃণমূল সাংসদ । কাঁথিতেও একটি সভা করার কথা রয়েছে করবেন । সভার শেষে রাত্রি যাপন করবেন দক্ষিণ কাঁথির মাউন্টেন ক্লাব গ্রাউন্ডের ময়দানে ৷ ময়দানে তাঁবু তৈরির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ।
মাঠে রোলার জেসিবি-সহ নানারকম যন্ত্রাংশ নামিয়ে চলছে মাঠের কাজ ৷ তাঁবু তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে ৷ রাস্তায় লাগানো হচ্ছে অস্থায়ী পথবাতি ৷ সপ্তাহখানেক আগে থেকেই কাঁথি সাংগঠনিক জেলার সব নেতৃত্ব স্থানীয় লোকজন এবং কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে এই কর্মসূচি সফল করতে তোড়জোড় শুরু করেছেন ৷
সোমবার দফায় দফায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার জায়গা ও সভাস্থল ঘুরে দেখেন ৷ অন্যদিকে, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি ও কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তৃণমূলের শীর্ষ নেতার নব জোয়ার কর্মসূচির তদারকি করছেন । অভিষেক আসার আগেই কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাড়তি নিরাপত্তায় চারিদিকে মুড়ে ফেলা হয়েছে ৷