পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Controversial Comment of Abhishek Banerjee : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক - বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিচারব্যবস্থাকে আক্রমণের পাশাপাশি শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে শ্রমিক নেতাদেরও হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Haldia) ৷

Controversial Comment of Abhishek
বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 28, 2022, 10:29 PM IST

Updated : May 28, 2022, 10:38 PM IST

হলদিয়া, 28 মে : হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সমাবেশের মঞ্চ থেকে নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises judiciary) ৷ শনিবার তিনি বলেন, "আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷"

গত কয়েকমাসে রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই তালিকায় যেমন ভোট পরবর্তী হিংসার ঘটনা রয়েছে, তেমনই রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, তপন কান্দু খুনের ঘটনার তদন্ত, হাঁসখালি ধর্ষণের ঘটনার তদন্ত, বগটুই কাণ্ডের তদন্ত ৷ নাম না করে এদিন অভিষেক এই মামলাগুলি নিয়ে হাইকোর্টের নির্দেশের সমালোচনা করলেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

পাশাপাশি এদিন দলীয় মঞ্চ থেকে দলের শ্রমিক সংগঠনের নেতাদেরও সতর্ক করে দিয়েছেন অভিষেক ৷ তিনি বলেন, "ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে তৃণমূল চলবে না ৷ হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন ৷ আমরা যারা তৃণমূল করি তারা এই দাদা ওই দিদির অনুগামী নই ৷ আমাদের একটাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শ্রমিক সংগঠনের নেতাদের বলব, তাঁদের একটাই পরিচয়, তাঁরা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ৷ শ্রমিকদের দাবি নিয়ে রাস্তায় নামুন ৷ "

Last Updated : May 28, 2022, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details