পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Attacks Suvendu: ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের - Abhishek Attacks Suvendu

"দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছেন", শনিবার নাম না-করে এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises Suvendu Adhikari) ৷

Abhishek banerjee Attacks Suvendu adhikari
হলদিয়া থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

By

Published : May 28, 2022, 8:36 PM IST

Updated : May 28, 2022, 9:09 PM IST

হলদিয়া, 28 মে: শনিবার শ্রমিক সমাবেশে যোগ দিতে হলদিয়ায় এসে নাম না-করে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises Suvendu Adhikari) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এদিন বলেন, ‘‘যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুন্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল তার পদলেহন করে এই জেলার একসময়ের সর্বেসর্বা নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল । দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল । আমার পিছনে তো ইডি-সিবিআই লেলিয়ে দিয়েছে । আমার মাথা নিচু করতে পেরেছে ?’’

শুভেন্দু অধিকারীর অনুগামীদের উদ্দেশ্যেও এদিন বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, ‘‘অনুগামী এক্সচেঞ্জ খুলে বসেছিলেন কেউ কেউ । তারা এখন হালে পানি পাচ্ছে না ৷’’ একই সঙ্গে এদিন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘কর্মসংস্থানে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে । তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না । আর ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না । বুকে দলীয় পতাকা নিয়ে দলটা করতে হবে । আর যারা শ্রমিক সংগঠন করছেন, তাঁদের একটাই পরিচয় খেটে খাওয়া মানুষের প্রতিনিধি । এই দাদার অনুগামী, ওই দাদার অনুগামী বলা চলবে না । দলে একটাই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় ।’’

হলদিয়া থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

আরও পড়ুন :সুন্দরবনের বাঁধ পরিদর্শনে গিয়ে ক্রিকেটে মাতলেন দিলীপ

দলের নিচু তলার কর্মীদের সঙ্গে যে তাঁর যোগাযোগ রয়েছে এবং তাঁদের মাধ্যমে তিনি নানা খবর পান এদিন তাও বুঝিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ৷ অভিষেক বলেছেন,‘‘শুক্রবার হলদিয়ায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়েছে । এই প্রথম দলীয় কর্মীরা বলেছেন, নেতারা শুনেছে । কাল প্রায় 50 জন কর্মী বক্তব্য রেখেছেন । সবকথা আমার কাছে এসে পৌঁছেছে । কে বা কারা আগের দিন বিএমএসের ঝান্ডা তুলেছে, আর পরের দিন তৃণমূলে এসেছে, তার তালিকা আমার কাছে আছে । আমি তাদের চিহ্নিত করেছি । সভায় আসার পথেও আমি 4-5 জনকে চিহ্নিত করেছি । দলের বিভীষণদের আমরা চিহ্নিত করেছি ।’’

Last Updated : May 28, 2022, 9:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details