হলদিয়া, 28 মে: শনিবার শ্রমিক সমাবেশে যোগ দিতে হলদিয়ায় এসে নাম না-করে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises Suvendu Adhikari) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এদিন বলেন, ‘‘যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুন্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল তার পদলেহন করে এই জেলার একসময়ের সর্বেসর্বা নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল । দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল । আমার পিছনে তো ইডি-সিবিআই লেলিয়ে দিয়েছে । আমার মাথা নিচু করতে পেরেছে ?’’
শুভেন্দু অধিকারীর অনুগামীদের উদ্দেশ্যেও এদিন বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, ‘‘অনুগামী এক্সচেঞ্জ খুলে বসেছিলেন কেউ কেউ । তারা এখন হালে পানি পাচ্ছে না ৷’’ একই সঙ্গে এদিন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘কর্মসংস্থানে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে । তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না । আর ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না । বুকে দলীয় পতাকা নিয়ে দলটা করতে হবে । আর যারা শ্রমিক সংগঠন করছেন, তাঁদের একটাই পরিচয় খেটে খাওয়া মানুষের প্রতিনিধি । এই দাদার অনুগামী, ওই দাদার অনুগামী বলা চলবে না । দলে একটাই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় ।’’