পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচে মৃত্যু ফুটবলারের - হলদিয়ার খবর

মঙ্গলবার দুপুরে বর্ষবরণ উপলক্ষে ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই ফুটবল ম্যাচের মাঝেই মৃত্যু হয় এক তরুণ ফুটবলারের । ঘটনায় শোকস্তব্ধ হলদিয়ার ডিঘাসিপুর ।

Syed Shahri Alam
সৈয়দ শাহারী আলম

By

Published : Dec 31, 2019, 10:20 PM IST

হলদিয়া, 31 ডিসেম্বর: বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । আর সেই ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মৃত্যু হল উদীয়মান এক ফুটবলারের । মৃত ফুটবলারের নাম সৈয়দ শাহারি আলম (18) ।

মঙ্গলবার দুপুরে হলদিয়ার ডিঘাসিপুরের ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষবরণ উপলক্ষে হলদিয়ার 17 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সকাল থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । পরে সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । ওয়ার্ড অফিস সংলগ্ন ময়দানে ফুটবল খেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে । খান এন্টারপ্রাইজ ও দাস মোড় নামে দুটি দল ।

সৈয়দ, খান এন্টারপ্রাইজের হয়ে ডিফেন্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন । খেলা চলাকালীন নিজের কাছে বল এলে তা হেড দিয়ে সহ খেলোয়াড়কে পাস করে দেওয়ার চেষ্টা করেছিলেন । বল পাস করার পর তিনি অসুস্থতা বোধ করেন এবং মাঠ থেকে বেরিয়ে যান । তারপর মাটিতে লুটিয়ে পড়েন ।

সহখেলোয়াড়রা তাঁকে নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ।

ভবানীপুর থানার OC রাজা মণ্ডল বলেন, দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । সৈয়দের সহ খেলোয়াড় শেখ রাকিবুল বলেন, ''সৈয়দ ছেলে হিসাবে খুবই ভালো । খেলোয়াড় হিসাবেও ভালো । বর্ষবরণে খেলার মাঠে এভাবে ওকে হারিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি ।''

ABOUT THE AUTHOR

...view details