ভগবানপুর, 20 সেপ্টেম্বর : ত্রাণ বিতরণ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ইটাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কোটমখা গ্রাম এলাকায় ৷ এদিন ত্রাণ বিতরণ করে ফেরার পথে বাগদি বাঁধ এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যা কবলিত এলাকায় এদিন ত্রাণ বিতরণ করতে যান 7 জনের একটি দল ৷ কোটমখা গ্রামে ত্রাণ বিতরণ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ নির্মীয়মাণ বাড়ির সঙ্গে সংযুক্ত থাকা বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে থাকার ফলে এই ঘটনা ঘটে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের একটি টিম ৷ তাঁরা গিয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে ৷ এলাকাটি বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ায় এই ঘটনায় আর কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি ৷
এই বিষয়ে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সৌম্য সাহা বলেন, "সাতজনের একটা দল ত্রাণ বিতরণ করে ফেরার পথে একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের থানার ফোর্স গিয়েছে । খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও । আশঙ্কা এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে ।"
আরও পড়ুন :Kanthi : গতকাল থেকে বৃদ্ধার মৃতদেহ হাসপাতালে পড়ে, পচন ধরলেও উদাসীন কর্তৃপক্ষ