পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় ঘোড় সওয়ারির জন্য পৃথক পার্ক তৈরির পরিকল্পনা প্রশাসনের - Digha Latest news

দিঘা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক স্বার্থে ঘোড়া সওয়ারি বন্ধ দেওয়ার ঘোষণা করা হয়েছিল ৷ পর্যটকদের কথা ভেবেও সিদ্ধান্তে বদল আনল জেলা প্রশাসন ৷ ঘোড়া সওয়ারির জন্​য পৃথক পার্ক তৈরির পরিকল্পনা প্রাথমিক পর্যায় রয়েছে ৷

Digha

By

Published : Sep 17, 2019, 1:17 PM IST

দিঘা , 17 সেপ্টেম্বর : দিঘায় পর্যটকদের ঘোড় সওয়ারির জন্য পার্ক তৈরির সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । ঘোড় সওয়ারির জেরে সমুদ্র সৈকত নোংরা হচ্ছিল বলে অভিযোগ দীর্ঘদিনের । তাই জেলা প্রশাসন সৈকতে এবং সৈকত সংলগ্ল রাস্তায় ঘোড় সওয়ারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে দুশ্চিন্তায় পড়েছে ঘোড় সওয়ারির ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলি । কিন্তু পরিবারগুলির রুজি-রুটি যাতে বন্ধ না হয়, সেজন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ করা হলেও পরবর্তীতে আলাদা পার্ক করে সেখানে তা চালু করা হবে ।

দিঘার সৈকতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল ঘোড় সওয়ারি ৷ দীর্ঘদিন ধরে সেখানে এই ব্যবসা চলছে । প্রায় 50টি পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত । পার্ক তৈরি না হওয়া পর্যন্ত সৈকতে ঘোড় সওয়ারি বন্ধ না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এগ্জিকিউটিভ অফিসার সুজন দত্ত বলেন, "পর্যটকদের অন্যতম বিনোদন ঘোড় সওয়ারি । কিন্তু সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভেবে ঘোড় সওয়ারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে পর্যটকরা যাতে ঘোড় সওয়ারির আনন্দ থেকে বঞ্চিত না হন এবং এই পেশার সঙ্গে যুক্ত লোকজনের যাতে অসুবিধা না হয়, সেদিকটি আমরা ভেবেছি ৷ ঘোড় সওয়ারির জন্য আলাদ পার্কের কথা ভাবা হয়েছে । এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে উন্নয়ন পর্ষদের পরবর্তী বৈঠকে ।''

পর্ষদ সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, ঘোড় সওয়ারি বন্ধের পাশাপাশি সৈকত সংলগ্ন রাস্তা এবং ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । প্রশাসন জানিয়েছে, সৈকতের সৌন্দর্যায়নের জন্য সেখানে ঝুপড়ি করে যারা ব্যবসা করতেন, তাঁদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে । উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছে । প্রায় দুই হাজার হকার্স পুনর্বাসন স্টল দেওয়া হয়েছে । যাঁরা এখনও স্টল পাননি তাঁদের বিষয়টি দেখছে পর্ষদ । যাঁরা এখনও সৈকত সংলগ্ন রাস্তায় অস্থায়ী দোকান করে ব্যবসা করছেন, তাঁদের সরতে হবে 7 দিনের মধ্যে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details