গুসকরা (পূর্ব মেদিনীপুর) , 26 নভেম্বর : শ্যালিকার বাড়িতে কালীপুজো দেখতে এসে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম কাজু তুড়ি (31) । গুসকরার 12 নম্বর ওয়ার্ডের খয়রাপাড়া এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,কালীপুজো উপলক্ষ্যে সোমবার শ্যালিকার বাড়িতে এসেছিলেন ওই যুবক । অভিযোগ, ওই দিন রাতে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় । এক সময় স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করে সে । সেই সময় পাশের বাড়ির এক মহিলা বাইরে দাঁড়িয়ে ছিলেন । তার দেওর সোনু দুবে ভাবে কাজু তাঁর বউদিকে গালাগালি করছে । তখন সে কাজুকে মারধর করতে শুরু করে । আহত অবস্থায় তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয় ।