নন্দীগ্রাম, 18 জুলাই : শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন একঝাঁক তৃণমূল কংগ্রেস কর্মী ৷ নন্দীগ্রামের একটি সভায় আজ জনা পঞ্চাশ তৃণমূল কর্মী পদ্ম শিবিরে নাম লেখান ৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সভায় বক্তৃতা দিতে গিয়ে শাসকদলকে একহাত নেন তিনি ৷
আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ হাইস্কুল সভাকক্ষে বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসকদল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান প্রায় 50 জন তৃণমূল নেতা কর্মী । নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 1 পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভুঁইয়া ও তাঁর সহযোগীরা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক, নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল সহ একাধিক নেতা ।