পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

EX Councillors Rejoin TMC : শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে ঘাসফুলে ফিরলেন 5 প্রাক্তন কাউন্সিলর

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari news) গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিজেপি ছেড়ে ঘাসফুলে ফিরলেন 5 জন প্রাক্তন কাউন্সিলর (5 ex councillors rejoin TMC) ৷

East Medinipur News
শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে ঘাসফুলে ফিরলেন 5 প্রাক্তন কাউন্সিলর

By

Published : Feb 2, 2022, 12:56 PM IST

কাঁথি, 2 ফেব্রুয়ারি: পৌর নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরদের মধ্যে পাঁচ জন ফিরে এলেন তৃণমূলে (5 ex councillors rejoin TMC) ৷ তাঁদের অভিযোগ, "বিজেপিতে কাজের সুযোগ নেই ৷ তারা শুধুই ধর্ম নিয়ে রাজনীতি করে ৷"

2021 সালের 1 জানুয়ারি শুভেন্দু অধিকারীর ছোট ভাই কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী পরিচালিত পৌরসভার 17 জন কাউন্সিলর কাঁথির ডরমেটরি ময়দানে বিজেপির যোগদান মেলায় গেরুয়া শিবিরে যোগদান করেন । তবে এক বছর এক মাস পূর্ণ হতেই তাঁদের মধ্যে 5 জনের ঘরওয়াপসি হল তৃণমূলে ৷

গতকাল রাতে কাঁথি পৌর এলাকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পটাসপুরের বিধায়ক উত্তম বারিক, প্রশাসক হরিসাধন দাস অধিকারী, আলিম আলি খানের উপস্থিতিতে প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি ও সোনা বেরা তৃণমূলে যোগদান করেন । আজ বাকি তিনজনও যোগদান করবেন বলে লিখিত ভাবে জানিয়েছেন ।

আরও পড়ুন:Suvendu Attacks Mamata : সরকারি হাসপাতাল এখন মৃত্যুফাঁদ, শুভেন্দুর নিশানায় মমতা

তৃণমূলে ফিরে আসা প্রাক্তন কাউন্সিলর অতনু গিরির অভিযোগ, "বিজেপি দলে কাজের সুযোগ নেই, শুধুই ধর্ম নিয়ে রাজনীতি ৷ শুভেন্দু অধিকারী আমাদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন । ওখানে গিয়ে দেখি খালি ধর্ম নিয়ে খেলা চলছে । আমাদের ভালো না লাগার কারণে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গ ত্যাগ করে তৃণমূলে আবার ফিরে এলাম ।"

পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ঘরওয়াপসি

সব কিছু ঠিক থাকলে আগামী 27 ফেব্রুয়ারি পৌর নির্বাচন (Bengal civic polls 2022) হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলায় ৷ ভোট হবে জেলার খাস তালুক কাঁথি পৌরসভা এবং তমলুক ও এগরা পৌরসভায় । নির্বাচনের আগেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ উঠেছে গণ্ডগোল ও মারধরের অভিযোগ ৷ তার সঙ্গেই চলছে দলবদল ৷ ভোটের হাওয়া কোনদিকে যায়, তা জানতে আর কয়েকদিনের অপেক্ষা ৷

আরও পড়ুন:তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল BJP নেতার বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details