পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরী থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত ৪০ - kolaghat

কোলাঘাটে বাস দুর্ঘটনায় আহত হল ৪০ জন। পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি

By

Published : Mar 25, 2019, 11:53 AM IST

কোলাঘাট, ২৫ মার্চ : বাস দুর্ঘটনায় আহত হল ৪০ জন। বাসটিতে ৭০ জন পর্যটক ছিলেন। আজ সকালে কোলাঘাটের বড়দাবাড় বাসস্ট্যান্ডের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পুরী থেকে ফিরছিল।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ পর্যটকবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। বাসটি পুরীর নন্দনকানন থেকে ফিরছিল। এই ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। পরে কোলাঘাট থানার পুলিশ দুর্ঘটনাস্থানে যায়। আহতদের স্থানীয় পাইপাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৬ জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি জানান, আহতদের চিকিৎসা চলছে। বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। বাসের চালক গুরুতর আহত হয়েছেন। ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চলছে।

ABOUT THE AUTHOR

...view details