কোলাঘাট, 30 মার্চ : লকডাউনের জেরে ঝাড়খণ্ডে আটকে পড়েছিলেন কোলাঘাটের 35 জন নির্মাণ শ্রমিক । সোশাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর জন্য আবেদন জানিয়েছিলেন । তাঁদের সেই আবেদনের কথা দলীয় কর্মীদের কাছ থেকে জানতে পেরেছিলেন জেলার BJP নেতা তথা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন । খবর পাওয়া মাত্রই প্রশাসনের সঙ্গে কথা বলে শনিবার রাতে ঝাড়খণ্ডে বাস পাঠান তিনি । সেই বাসেই রবিবার রাতে কোলাঘাট ফেরেন ওই শ্রমিকরা ।
কোলাঘাট ব্লকের ঠিকাদার শেখ মুস্তাকিনের কাছে কাজের জন্য দু'মাস আগে গিয়েছিলেন বরিশা গ্রামের 35 জন নির্মাণ শ্রমিক । তাঁরা প্রত্যেকেই সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন । দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় ঝাড়খণ্ডের দেওঘরে আটকে পড়েন তাঁরা । বাড়ি ফিরতে পারছিলেন না । কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোজগারও বন্ধ হয়ে গিয়েছিল । শেষমেশ শুক্রবার বাড়ি ফেরার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায়া একটি লাইভ করেন ৷ আর সেই ভিডিয়ো দেখেই ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেন শেখ সাদ্দাম হোসেন ৷ তমলুকের মহকুমাশাসক অতীশ বিশ্বাসকে বিষয়টি জানান ৷ প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার পর শনিবার সন্ধ্যা নাগাদ ঝাড়খণ্ডে বাস পাঠান ৷ রবিবার ওই বাসেই শ্রমিকদের ফিরিয়ে আনা হয় ৷ আজ কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের স্ক্রিনিং টেস্ট করা হবে ।