পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP নেতার উদ্যোগে ঝাড়খণ্ড থেকে ফিরলেন কোলাঘাটের নির্মাণ শ্রমিকরা - কোলাঘাটের শ্রমিক

দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় ঝাড়খণ্ডে আটকে পড়েছিলেন কোলাঘাটের 35 জন নির্মাণ শ্রমিক ৷ গতকাল BJP নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেনের উদ্যোগে তাঁদের বাড়ি ফিরিয়ে আনা হয় ৷

কোলাঘাট ফিরলেন নির্মাণ শ্রমিকরা
কোলাঘাট ফিরলেন নির্মাণ শ্রমিকরা

By

Published : Mar 30, 2020, 10:29 AM IST

কোলাঘাট, 30 মার্চ : লকডাউনের জেরে ঝাড়খণ্ডে আটকে পড়েছিলেন কোলাঘাটের 35 জন নির্মাণ শ্রমিক । সোশাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর জন্য আবেদন জানিয়েছিলেন । তাঁদের সেই আবেদনের কথা দলীয় কর্মীদের কাছ থেকে জানতে পেরেছিলেন জেলার BJP নেতা তথা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন । খবর পাওয়া মাত্রই প্রশাসনের সঙ্গে কথা বলে শনিবার রাতে ঝাড়খণ্ডে বাস পাঠান তিনি । সেই বাসেই রবিবার রাতে কোলাঘাট ফেরেন ওই শ্রমিকরা ।

কোলাঘাট ব্লকের ঠিকাদার শেখ মুস্তাকিনের কাছে কাজের জন্য দু'মাস আগে গিয়েছিলেন বরিশা গ্রামের 35 জন নির্মাণ শ্রমিক । তাঁরা প্রত্যেকেই সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন । দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় ঝাড়খণ্ডের দেওঘরে আটকে পড়েন তাঁরা । বাড়ি ফিরতে পারছিলেন না । কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোজগারও বন্ধ হয়ে গিয়েছিল । শেষমেশ শুক্রবার বাড়ি ফেরার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায়া একটি লাইভ করেন ৷ আর সেই ভিডিয়ো দেখেই ওই শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেন শেখ সাদ্দাম হোসেন ৷ তমলুকের মহকুমাশাসক অতীশ বিশ্বাসকে বিষয়টি জানান ৷ প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার পর শনিবার সন্ধ্যা নাগাদ ঝাড়খণ্ডে বাস পাঠান ৷ রবিবার ওই বাসেই শ্রমিকদের ফিরিয়ে আনা হয় ৷ আজ কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের স্ক্রিনিং টেস্ট করা হবে ।

এ বিষয়ে শেখ নজরুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, "প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণা করার পরই আমরা দেওঘরে পুরোপুরি বন্দী হয়ে যাই । কোনওভাবেই বাড়ি ফিরতে পারছিলাম না । সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় খাওয়া-দাওয়ার খুব অসুবিধা হচ্ছিল । বাড়ি ফেরার জন্য বাধ্য হয়েই লাইভ ভিডিয়োর মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম । প্রশাসনের সহযোগিতায় সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি । কোনও সমস্যা হয়নি ।"

এ বিষয়ে BJP কর্মী শেখ নুসরুল আমিন বলেন, "সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে জানতে পারি আমাদের এলাকার কয়েকজন শ্রমিক ঝাড়খণ্ডে আটকে রয়েছে । সেই ভিডিয়ো দেখেই দলের নেতাকে জানাই । তখনই তিনি আমাকে জানিয়ে দেন, ওদের সঙ্গে কথা বলো। আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি । এর পরই শেখ সাদ্দাম হোসেন পুলিশের কাছ থেকে সমস্ত রকম কাগজপত্র ও বাস বুক করে আমাকে পাঠান ওদের ফিরিয়ে আনার জন্য । পথে কোনও অসুবিধা হয়নি ৷ সকলকেই বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি ।"

শেখ সাদ্দাম হোসেন বলেন, "সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করা । বিপদে মানুষের পাশে না দাঁড়াতে পারলে কোনও লাভ নেই । প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। যে কারণে এই কাজে আমরা সফল হয়েছি । ভবিষ্যতেও সাধারণ মানুষের কাজে আমরা দলীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব ।"

ABOUT THE AUTHOR

...view details