পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দুর্নীতি চলছে', অভিযোগ এনে তৃণমূল ছাড়লেন 300 কর্মী - CPIM

CPI(M) ছেড়ে তিনশোর বেশি কর্মী যোগ দিলেন BJP-তে ।

'দুর্নীতি চলছে', অভিযোগ এনে তৃণমূল ছাড়লেন 300 কর্মী

By

Published : Jun 9, 2019, 5:29 PM IST

Updated : Jun 9, 2019, 10:23 PM IST

খেজুরি, 9 জুন : খেজুরিতে তৃণমূল, CPI(M) ছেড়ে তিনশোর বেশি কর্মী যোগ দিলেন BJP-তে । এর মধ্যে তৃণমূল থেকে বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা, কর্মী গেরুয়া পতাকা হাতে তুলে নেন ।

আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সভাপতি তপন মাইতি । তিনি সবার হাতে পতাকা তুলে দেন । এদিকে, সদ্য দলে যোগদানকারীরা বলেন, "তৃণমূলে দুর্নীতি চলছে । পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না । দুর্নীতিবাজ নেতারাই আখের গোছাচ্ছেন ।"

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতা নীলাঞ্জন মাইতি বলেন, "সুবিধাবাদীরা দল থেকে গেছে । কোনও ক্ষতি হবে না ।"

Last Updated : Jun 9, 2019, 10:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details