নন্দীগ্রাম, 8 জানুয়ারি: শুভেন্দুর সভায় এল শহিদ পরিবার । জনতার ঢলে নন্দীগ্রামের বিজেপির সভায় তৈরি হল বিশৃঙ্খলাও ৷ যার ফলে অনেক নেতাই বক্তৃতা দিতে পারলেন না ৷
শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনের পর থেকেই নন্দীগ্রামে চলছে রাজনৈতিক টালবাহানা । আজ ছিল শুভেন্দুর শক্তির পরীক্ষার দিন । সভায় ভিড় হলেও বিশৃঙ্খলায় মেজো অধিকারীর উদ্দেশ্য পূরণ হল না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ শুক্রবার সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে উপস্থিত হন শুভেন্দু অধিকারী ও মুকুল রায় । পরে একে একে আসেন কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষ ৷ কৈলাস বিজয়বর্গীয় বক্তৃতা দেওয়ার সময় বিশৃঙ্খলা ছড়ায় সভাস্থলে । বিশৃঙ্খলা জেরে অনেকে নেতাই বক্তৃতা দিতে পারেননি । আজকের সভার নজর ছিল শহিদ পরিবারগুলির উপস্থিতির দিকেও ৷ নন্দীগ্রামের 41টি শহিদ পরিবারের মধ্যে আজকের সভায় উপস্থিত ছিল 30টি পরিবার। তবে শুক্রবার জনসভায় শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত বক্তৃতা দেন । উল্লেখ্য, আগামী 18 জানুয়ারি নন্দীগ্রামের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ শুভেন্দু ঘোষণা করেন, আগামী 19 জানুয়ারি খেজুরি বিদ্যাপীঠ ময়দানে মমতার জনসভার পালটা সভা করবেন তিনি ৷