পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেটি সংস্কারের জন্য হলদিয়ার তিনটি ঘাটে সাতদিন বন্ধ ফেরি ও ভেসল পরিষেবা - for repairing ferry ghat facility will be close

দীর্ঘ দিনের পুরোনো জেটিগুলির অবস্থা খারাপ ৷ প্রায় প্রতিদিনই ঘটত দুর্ঘটনা । তাই যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেটিগুলি মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পরিবহন দপ্তর । জেটি সংস্কারের জন্য 28 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ভেসেল ও ফেরি পরিষবা ৷ 4 নভেম্বর থেকে ফের স্বাভাবিকভাবেই শুরু হবে ফেরি ও ভেসেল পরিষেবা ৷ তাই এই দিনগুলিতে যাত্রীদের বিকল্প পথের মাধ্যমে যাতায়াতের জন্য অনুরোধ করেছে জেটি কর্তৃপক্ষ ।

বন্ধ ফেরি ও ভেসল পরিষেবা

By

Published : Aug 26, 2019, 12:41 PM IST

হলদিয়া, 26 অগাস্ট : জেটি সংস্কারের জন্য সাতদিন বন্ধ হতে চলেছে রায়চক এবং কুকড়াহাটি ভেসেল পরিষেবা । 28 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত এই দুটি জেটিতেই চলবে মেরামতের কাজ । তাই বন্ধ থাকবে রায়চক-কুকড়াহাটি-ডায়মন্ডহারবার ফেরি পরিষেবাও । 20 অগাস্ট হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এবিষয়ে এক নোটিশ জারি করা হয় ৷ নোটিশ বলা হয়, জেটি সংস্কারের জন্য 28 অগাস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ভেসেল ও ফেরি পরিষবা ৷ 4 নভেম্বর থেকে ফের স্বাভাবিকভাবে শুরু হবে ফেরি ও ভেসেল পরিষেবা ৷

রায়চক এবং কুকড়াহাটির জেটি


দীর্ঘদিনের পুরোনো জেটিগুলির অবস্থা খারাপ ৷ প্রায় প্রতিদিনই ঘটত দুর্ঘটনা । তাই যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেটিগুলি মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পরিবহন দপ্তর । যে কয়েক দিন ফেরি ও ভেসেল পরিষেবা বন্ধ থাকবে সেই কয়েকটা দিন যাত্রীদের বিকল্প পথের মাধ্যমে যাতায়াতের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ । ইতিমধ্যেই এবিষয়ে মাইকে ঘোষণা শুরু হয়েছে ৷ তার সঙ্গে বাস সংগঠনগুলিকেও এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যাতে এই রুটের বাসযাত্রীরা উঠলেই বাস কর্মীরা তাঁদের সাময়িকভাবে ফেরি ও ভেসেল চলাচল বন্ধের বিষয়টি জানিয়ে দেন ৷

জেটি সংস্কারের জন্য বন্ধ থাকবে ফেরি ও ভেসল পরিষেবা

ডায়মন্ড হারবারে কর্মরত স্কুল শিক্ষক তথা চৈতন্যপুরের বাসিন্দা বিবেকানন্দ সাহু বলেন, "সড়ক পথ দিয়ে যাতায়াত করতে সাময়িক সমস্যা হবে ঠিকই । কিন্তু, জেটি সংস্কারের ফলে নিত্যদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে । সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় আমরা খুশি ।" অন্যদিকে, হলদিয়া টাউনশিপের দোকানের কর্মচারী রায়চকের বাসিন্দা মদন মণ্ডল বলেন, "বহুদিন ধরেই জেটি নিয়ে সমস্যা চলছিল । নিরাপত্তাহীনতায় ভুগতেন নিত্যযাত্রীরা । কয়েকদিনের কষ্টে যদি সমস্যার স্থায়ী সমাধান হয়, তা বেশি ভালো হবে । কয়েকটা দিন না হয় কষ্ট করে ঘুরপথে যাব ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details