পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Businessman Murder: ভগবানপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার 3, চলছে জিজ্ঞাসাবাদ - ব্যবসায়ী খুন

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার করা হল 3 জনকে (Businessman Murder)৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

3 arrested in businessman murder case in East Midnapore
ভগবানপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার 3, চলছে জিজ্ঞাসাবাদ

By

Published : Sep 22, 2022, 2:39 PM IST

Updated : Sep 22, 2022, 4:09 PM IST

ভগবানপুর, 22 সেপ্টেম্বর: ভগবানপুরে এক ব্যবসায়ীকে খুনের (Businessman Murder) ঘটনায় কাঁথির এক লজ মালিকের ছেলে-সহ 3 জনকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ । অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।

অভিযুক্তরা হলেন কাঁথির আঠিলাগড়ির (East Midnapore News) বাসিন্দা কাঁথি লজ মালিকের ছেলে রজত চৌধুরী, কাঁথিরই এক জল ব্যবসায়ী রাজু বারিক ও সুতাহাটা থানা এলাকার বাসিন্দা শশাঙ্ক সাহু । পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।

জানা গিয়েছে, গত 16 অগস্ট ভগবানপুর থানার কুড়ালবাড় গ্রামের শেখ রফিউল নামে এক চুল ব্যবসায়ী (45) ঋণ শোধ দিতে হলদিয়ায় একটি বেসরকারি সংস্থায় যাচ্ছিলেন ৷ বাইকে করে 1 লক্ষ 30 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দেন তিনি । এরপরই তিনি নিখোঁজ হয়ে যান । গত 17 অগস্ট কয়েকজন ব্যক্তি কাঁথি মহকুমা হাসপাতালে ওই ব্যবসায়ীকে অচৈতন্য অবস্থায় নিয়ে যান । তাঁরা জানান, কাঁথির শকুন্তলা লজের সামনে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি । চিকিৎসক রফিউলকে মৃত বলে ঘোষণা করেন । মৃত ব্যবসায়ীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল ।

ভগবানপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার 3

এ দিকে ওই ব্যবসায়ীকে পরিবারের লোকেরা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন ৷ ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী । এর পর কেটে যায় তিন দিন । তারপরে ছবি দেখে ওই ব্যবসায়ী পরিবারের লোকেরা কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে গিয়ে দেহ শনাক্ত করেন । পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন মৃত ব্যবসায়ী পরিবারের সদস্যরা । তাঁরা কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন:'হাতে করে মেরেছি', স্বীকারোক্তি শান্তিনিকেতনে শিশু খুনে ধৃত রুবি বিবির

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে যে, ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । কাঁথি মহকুমা পুলিশের আধিকারিক সোমনাথ সাহা বলেন, মৃত পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নেমে এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে । পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে রাজি হয়নি পুলিশ ।

Last Updated : Sep 22, 2022, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details