হলদিয়া, 21 অগস্ট: হলদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরে বাংলাদেশের তিনটি ইঞ্জিন চালিত ট্রলারের 27জন ডুবন্ত মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ দুর্ঘটনার মুহূর্তে শনিবার আকাশপথে নজরদারি চালাচ্ছিল তারা ৷ ডুবতে থাকা মৎস্যজীবীদের দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগায়। আর তাতেই মেলে সাফল্য ৷
জানা গিয়েছে, বাংলাদেশের তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে মৎস্যজীবী-সহ ইঞ্জিনগুলি ভারতীয় সীমারেখার মধ্যে প্রবেশ করে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে পড়া একটি মাছধরা ট্রলার-সহ 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। বাকি দু'টি ট্রলার গভীর সমুদ্রে ঝড়ের কারণে ডুবে গিয়েছে।