পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 26 , মোট 434

পূর্ব মেদিনীপুরে কোরোনায় নতুন করে আক্রান্ত হলেন 26 জন ৷ এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 434 জন ৷

26 new infected with corona in East Midnapore with the total number of 434
পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 26 , মোট 434

By

Published : Jul 7, 2020, 8:10 PM IST

তমলুক, 7জুলাই : নতুন করে পূর্ব মেদিনীপুরেকোরোনায় আক্রান্ত হলেন আরও26জন । তাদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী সহ3মহিলা ও23জন পুরুষ । আক্রান্তদের পাঁশকুড়ারকোরোনা নিরাময় কেন্দ্রে ভরতি করাহয়েছে । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল434

জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে,আজ নতুন করে আক্রান্ত26জন ৷ তাদের মধ্যে কোলাঘাট ব্লকের1স্বাস্থকর্মী-সহ5জন । তমলুক ব্লকের3যুবক । হলদিয়া শহরের2মহিলা-সহ7জন ।

পটাশপুরব্লকের2ব্যক্তি। এগরা ব্লকের6জন ।এছাড়াও আক্রান্ত হয়েছেন মহিষাদল ব্লকের2জন ৷ জানা গেছে,আক্রান্তরা কয়েকদিন ধরেই কোরোনারউপসর্গ জ্বর ও সর্দি কাশিতে ভুগছিল ৷ এরপর স্বাস্থ্যকর্মীরা খবর পেয়ে তাদেরবাড়িতে যান । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

সেইপরীক্ষার রিপোর্ট গতকাল রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে আসে ৷ দেখা যায়,তারা সকলেই কোরোনা ভাইরাসে সংক্রমিতহয়েছেন । এরপরই আজ দুপুর নাগাদ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতিকরা হয় ।

এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন,আজ নতুন করে আক্রান্ত হওয়াব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । সেই সঙ্গে আক্রান্তদেরসংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে । তাদেরও শারীরিক পরীক্ষাকরানো হবে ।

ABOUT THE AUTHOR

...view details