পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান মহিষাদলের 250টি পরিবারের - রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েত

আমফানের ক্ষতিপূরণের তালিকায় ব্যাপক দুর্নীতির অভিযোগে মহিষাদলে তৃনমূল কংগ্রেসের অন্দরেই তৈরি হয়েছিল ক্ষোভ । যে কারণে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীকে শোকজের মুখোমুখি হতে হয় । তারপরেও কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি দল । আর যে কারণেই মহিষাদলে ফের তৃণমূল ছেড়ে 250টি পরিবার যোগদান করে BJP-তে ।

BJP join
BJP join

By

Published : Sep 15, 2020, 10:35 PM IST

মহিষাদল,15 সেপ্টেম্বর : তৃনমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করলেন প্রায় 250টি পরিবার । আজ BJP-র তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় । সেই কর্মসূচিতেই মহিষাদলের রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল কর্মী BJP-তে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ।

আমফানের ক্ষতিপূরণের তালিকায় ব্যাপক দুর্নীতির অভিযোগে মহিষাদলে তৃনমূল কংগ্রেসের অন্দরেই তৈরি হয়েছিল ক্ষোভ । যে কারণে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীকে শোকজের মুখোমুখি হতে হয় । তারপরেও কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি দল । আর যে কারণেই মহিষাদলে ফের তৃণমূল ছেড়ে 250টি পরিবার যোগদান করে BJP-তে । স্বাভাবিকভাবেই কাউকুন্ডু গ্ৰামের শতাধিক কর্মী BJP-তে যোগদান করায় উচ্ছ্বসিত গেরুয়া শিবির । যদিও এই BJP-র যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল ।

এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক জানান, "বেশ কিছুদিন ধরেই বহু তৃণমূল কর্মী আমাদের দলে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছিল । কোরোনা পরিস্থিতির কারণে আমরা কর্মসূচি নিতে পারিনি । আজকেও সবাইকে যোগদান করাতে পারলাম না । 250টি পরিবার দলে যোগদান করেছে । আগামী দিনে আরও কয়েকটি প্রোগ্রাম করে বাকিদের যোগদান করানো হবে । ভবিষ্যতে নির্বাচনের সময় এই অঞ্চলে তৃণমূল আর প্রার্থী খুঁজে পাবে কিনা সন্দেহ রয়েছে ।"

দলীয় কর্মীদের ক্ষোভের বিষয়টি অস্বীকার করে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী জানান, "কোরোনা পরিস্থিতির কারণে আমরাও অনেক BJP কর্মীকে দলে যোগ দান করাতে পারছিনা । পরিস্থিতি স্বাভাবিক হলেই শয়ে শয়ে BJP কর্মী আমাদের দলে যোগদান করবে । পরে নির্বাচনের ফল প্রকাশ হলেই বুঝতে পারবে মহিষাদলে তৃণমূলের কতটা শক্ত ঘাঁটি । ওরা চটকদারি রাজনীতি করছে ।"

ABOUT THE AUTHOR

...view details