পাঁশকুড়া, 6 জুন: পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 22 জন। তাঁদের মধ্যে 10 জন পূর্ব মেদিনীপুর ও 12 জন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। শনিবার ওই 22 জন পুরোপুরিভাবে কোরোনামুক্ত হয়ে যাওয়ায় তাঁদের পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । তবে সকলকেই আগামী ১৪ দিন হোম কোয়ারানটিইনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল। এছাড়া আজ জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন জন।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা 22 জনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর ব্লকের তিন জন, পাঁশকুড়া ব্লকের দুজন, হলদিয়ার দুজন, ময়না ব্লকের দুই জন এবং কোলাঘাট ও মহিষাদল ব্লকের দুই ব্যক্তি রয়েছেন। এছাড়া এদিন হাসপাতাল থেকে ছুটি পান পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, দাসপুর, খড়গপুর ও চন্দ্রকোনা ব্লকের 12 জন ।