কাঁথি, 25 মে : আমফানের জেরে ক্ষতিগ্রস্ত কাঁথির দু'নম্বর ব্লক । এখানকার প্রায় 14 কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকায় 21 হাজার কাঁচা বাড়ি ভেঙে গেছে। মাছের ভেড়ি থেকে ইটভাটা ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত । ঘর-বাড়ি, কাজ হারিয়ে কার্যত দিশেহারা সেখানকার বাসিন্দারা ।
পূর্ব মেদিনীপুরের কাঁথির দু'নম্বর ব্লকে 14 কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে। আমফানের জেরে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । অসংখ্য গাছ উপড়ে পড়েছে । বিদ্যুতের তার ছিঁড়ে গেছে । ভেঙেছে অসংখ্য বিদ্যুতের খুঁটি । সব মিলিয়ে এলাকার মোট 21 হাজার কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 7 হাজার বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে । বাকি 14 হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত । এলাকার বাসিন্দারা কেউ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কেউ আবার পুরোনো বাড়ি মেরামত করে থাকার চেষ্টা করছেন। কেউ বা আবার খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন ।