পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়াল - Purba medinipur corona

পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে গেল। জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 10জন। আক্রান্তদের মধ্যে 9জনই পরিযায়ী শ্রমিক।

Purba medinipur covid 19
Purba medinipur covid 19

By

Published : Jun 15, 2020, 4:12 AM IST

তমলুক, 14 জুন: নতুন করে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 10 জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক মহিলাসহ দশজন জন। তাঁদের মধ্যে 9 জনই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 209জন।

এগরার এক যুবক কলকাতায় হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে সংক্রমিত হন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। জেলার বাকি 9 আক্রান্তকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রের খবর, নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন কোলাঘাট ব্লকের 3 জন। তাঁদের মধ্যে রয়েছেন বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতের 36 বছরের এক যুবক, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের 21 বছরের এক যুবক ও বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের 20 বছরের এক যুবক। সকলেই তাঁরা মহারাষ্ট্র থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন বলে জানা গিয়েছে।

তাঁদের মধ্যে রবিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতের কোরোনা আক্রান্ত রোগীর। এছাড়াও সংক্রমিত হয়েছেন ভগবানপুর 2ব্লকের কোটবাড়ী গ্রাম পঞ্চায়েতের 50 বছরের এক ব্যক্তি। তিনি মহারাষ্ট্র থেকে সম্প্রতি বাড়ি ফেরেন। ওই ব্লকেরই দিল্লি ফেরত গুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের 31 বছরের যুবক, কাতরা গ্রাম পঞ্চায়েতের 24 বছরের যুবক ও কলরা গ্রাম পঞ্চায়েতের 32 বছরের এক যুবতীও সংক্রামিত হন ভাইরাসে ।

অপরদিকে হলদিয়ার সুতাহাটা গ্রাম পঞ্চায়েতের মহারাষ্ট্র ফেরত 37 বছরের এক যুবক ও পটাশপুরের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের 32 বছরের এক ব্যক্তিও আক্রান্ত হন কোরোনায়। জেলায় সংক্রামিত বাকি নয় ভিন রাজ্য থেকে ফেরা ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, “শনিবার রাতে জেলায় ভিন রাজ্য থেকে ফেরা মোট নয় জনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসে পৌঁছেছে। রবিবার তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা নিরাময় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে আক্রান্তরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।”

ABOUT THE AUTHOR

...view details