পাঁশকুড়া, 17 আগাস্ট : পাঁশকুড়ায় বালিবোঝাই লরির পিছনে ধাক্কা মারল বাস ৷ আহত 20 জন যাত্রী ৷ তাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় সাতজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
ঘুমিয়ে পড়েছিল চালক, লরির পিছনে ধাক্কা বাসের; আহত 20 - Rash Driving
রাস্তার ধারে দাঁড়িয়েছিল বালিবোঝাই লরি ৷ পিছন থেকে ধাক্কা মারে একটি বাস ৷ আহত 20 জন ৷
বাসে রাঁচি থেকে হাওড়ার বকুলতলায় ফিরছিল একদল পর্যটক ৷ গতরাত দেড়টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কে ধুলিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই একটি লরিতে ধাক্কা মারে বাসটি ৷ দুমড়ে-মুচড়ে যায় সেটি ৷ আওয়াজ শুনে ঘটনাস্থানে আসেন এলাকার বাসিন্দারা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ পরে ঘটনাস্থানে গিয়ে আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে পুলিশ ৷ সাতজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷
পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরেই দুর্ঘটনা ঘটেছে । আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ট্রাক ও বাসটিকে আটক করা হয়েছে ।