দিঘা, 4 সেপ্টেম্বর: লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পর্যটক৷ বাইকের তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে লরিতে লাগল আগুন৷ ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার 116 B জাতীয় সড়কে, দিঘা কোস্টাল থানার ফতেপুর বাস স্ট্যান্ডের কাছে।
দিঘায় লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2 পর্যটক, বিস্ফোরণে গাড়িতে আগুন - বিস্ফোরণে দুই গাড়িতে আগুন দিঘায়
ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার 116 B জাতীয় সড়কে৷ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা । পর্যটকদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, দু'জনেই মৃত৷
![দিঘায় লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2 পর্যটক, বিস্ফোরণে গাড়িতে আগুন head-on collision between a lorry and a bike in Digh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8671201-94-8671201-1599165375793.jpg)
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দুই পর্যটক একটি মোটরবাইকে করে দিঘা থেকে কলকাতা ফিরছিলেন। দিঘা গেট পেরোনোর পর উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির । দুর্ঘটনার পর মোটরবাইকে থাকা দুই পর্যটক রাস্তার ছিটকে পড়েন । অন্যদিকে মোটরবাইকটি কোনওভাবে লরির নিচের একটি অংশের সঙ্গে আটকে যায়৷ লড়ি বাইকটিকে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যায়৷ এরপর বাইকের তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে ঘটে৷ তাতেই লরিতে আগুন লেগে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিঘা কোস্টাল থানার পুলিশ, আসে দমকলের একটি ইঞ্জিন৷ ভিড় করেন স্থানীয়রা। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা । দুই পর্যটককে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, দুজনেই মৃত৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক যুবকের নাম কৃতম দাস । ঘটনাস্থল থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তাঁর বাড়ির ঠিকানা সুকান্ত সরণি, কলকাতার 85 । আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।