কাঁথি, 2 মে : লকডাউন ৷ রাস্তায় বেরলে মাস্ক পরতে হবে । এবার সেই মাস্ককে হাতিয়ার করে দিনে-দুপুরে মহিলার গলা থেকে হার ছিনতাইয়ের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার ছয় নম্বর ওয়ার্ডে স্কুল বাজারের কাছে ঘটেছিল ঘটনাটি । শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে ৷
CCTV ফুটেজ দেখে গ্রেপ্তার 2 ছিনতাইবাজ - East Madinipur
মাস্ককে হাতিয়ার করে দিনে-দুপুরে মহিলার গলা থেকে হার ছিনতাইয়ের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ । সংগ্রহ করা হয় আশেপাশের দোকানের CCTV ফুটেজ ৷ আর তাতেই চিহ্নিত করা হয় অভিযুক্তদের ৷
ঘটনাটি ঘটেছিল গত মাসের 19 তারিখে ৷ ওই দিন বেলা 11টা নাগাদ কাঁথি শহর থেকে টোটোয় দারুয়া যাচ্ছিলেন এক মহিলা । সেই সময় দারুয়ার দিক থেকে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে নেমে এসে এক ব্যক্তি ওই মহিলার গলার থেকে হার টান মেরে ছিনতাই করে ৷ তারপর ওই মোটরবাইকে করেই পালিয়ে যায় । এই ঘটনার পরই দেখা যায় ওই মহিলা চিৎকার করতে শুরু করেন । চিৎকার শুনে আশেপাশের লোক জড়ো হয় । কিন্তু ততক্ষণে এলাকা থেকে পগারপাড় ছিনতাইকারীরা । কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ তারপরই এলাকার CCTV ফুটেজ দেখে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ ৷
ওই দিন ঘটনাস্থনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সংগ্রহ করা হয় আশেপাশের দোকানের CCTV ফুটেজ ৷ আর তাতেই চিহ্নিত হয় অভিযুক্তরা ৷ তারপরই শুক্রবার গভীর রাতে ওই দুই অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ । গতকাল কাঁথি মহকুমা আদালতে অভিযুক্তদের তোলা হলে, বিচারক জেল হেপাজতে নির্দেশ দেন । কাঁথি মহকুমার পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী জানান, অভিযুক্তদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তার তদন্ত করছে পুলিশ ৷