পূর্ব মেদিনীপুর, 3 অগস্ট : প্রিজন ভ্যানের লোহার রড বেঁকিয়ে পালালো দুই বিচারাধীন বন্দি ৷ আজ মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে ওই বন্দিদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মাঝপথে যানজটে ফেঁসে গেলে মাদক মামলায় অভিযুক্ত অনিমেষ বেরা এবং বিশাল দাস নামে দুই বন্দি প্রিজন ভ্যানের রড বেঁকিয়ে সেখান দিয়ে পালিয়ে যায় ৷ প্রিজন ভ্যানে থাকা পুলিশকর্মীরা ওই দু’জনকে ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয় ৷
মঙ্গলবার সকালে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দিদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সূত্রে খবর, রাস্তায় পুলিশের প্রজন ভ্যান যানজটে আটকে যায় ৷ সেই সময় মাদক মামলায় অভিযুক্ত ব্রজলালচকের বাসিন্দা দুই বন্দি অনিমেষ বেরা এবং বিশাল দাস প্রিজন ভ্যানের জানালার রড বেঁকিয়ে ভেঙে ফেলে ৷ এর পর সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ৷ প্রজন ভ্যানে থাকা পুলিশকর্মীরা তাদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয় ৷