হলদিয়া, 9 ফেব্রুয়ারি : প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ একাধিক কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে হলদিয়া পৌরসভা । পরিবেশ আদালতের আইন অনুযায়ী, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ (SUDA)-র তরফে ইমেইল মারফত এমনই নির্দেশিকা জানানো হল হলদিয়া পৌরসভাকে । দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়ম না মানা হলেই হলদিয়া পৌরসভাকে এক কোটি 80 লাখ টাকা প্রতিমাসে জরিমানা করা হতে পারে । নির্দেশিকা হাতে পেয়ে শঙ্কা প্রকাশ করেন পৌরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক ।
প্রসঙ্গত, 2016 সাল থেকেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে আগামীদিনের পরিবেশ ও আবহাওয়াকে দূষণমুক্ত করার জন্য কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হয়েছে । সেই অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ আদালত আইন তৈরি করা হয়েছিল কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে । যে আইনে উল্লেখ করা হয়, প্লাস্টিক ও জৈব রাসায়নিক-সহ অন্যান্য কঠিন বর্জ্য পদার্থগুলি রাজ্য তথা দেশের পৌরসভাগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে । নির্দেশিকা সঠিকভাবে না মানা হলেই এলাকা দূষণের মুখে পড়লে তার দায় চাপবে সংশ্লিষ্ট এলাকার পৌরসভার উপর । ফলস্বরূপ চলতি বছরের 17 জানুয়ারি জাতীয় পরিবেশ আদালত দূষণ নিয়ন্ত্রণ করতে না পারা পৌরসভাগুলিকে বিপুল পরিমানের আর্থিক জরিমানা করা হবে বলে জানিয়ে দেয় । 3 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভাকে SUDA-র তরফে জানানো হয়েছে, 2016 জাতীয় পরিবেশ আদালতের আইন মোতাবেক দূষণ নিয়ন্ত্রণ আগামী 31 মার্চের মধ্যে কার্যকর না করা হলে 1 এপ্রিল থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে ।