পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁশকুড়া কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 13 কোরোনাজয়ী

পাঁশকুড়া কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল 13 জন কোরোনাজয়ী । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 605 ।

Breaking News

By

Published : Jul 15, 2020, 12:11 AM IST

পাঁশকুড়া, 14 জুলাই : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব মেদিনীপুর জেলার 13 জন কোরোনা আক্রান্ত । আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার দুপুর নাগাদ জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । সবাইকে আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাঁশকুড়া ব্লকের 4 জন, তমলুক ব্লকের 2 জন, কাঁথি ব্লকের 2 জন । এছাড়া পটাশপুর, এগরা, খেজুরি, হলদিয়া ও মহিষাদল ব্লকের একজন করে মোট 5 জন সুস্থ হয়ে ফিরেছেন ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা কিছুদিন ধরে কোরোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন । পরে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে সোয়াব টেস্ট করা হয় তাঁদের । সেই সোয়াব টেস্টের রিপোর্ট জেলা স্বাস্থ্যবিভাগে এসে পৌঁছলে জানা যায় সকলেই কোরোনায় আক্রান্ত ।

পরে স্বাস্থ্যবিভাগের উদ্যোগে তাঁদের পাঁশকুড়ার কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় ফের তাঁদের পরপর দুবার সোয়াব টেস্ট করা হয় । সেই টেস্টের রিপোর্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে হাসপাতালে । যা থেকে চিকিৎসকরা নিশ্চিত হন আক্রান্তরা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ।

গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 40 জন । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 605 জন । কোরোনায় সক্রিয় 216 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট 381 জন । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে 8 জনের ।

ABOUT THE AUTHOR

...view details