পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চণ্ডীপুরে CPI(M) ও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 100 জনের - BJP-তে যোগদান

গৃহ সম্পর্ক অভিযান চলার সময় BJP-তে যোগ দিলেন একাধিক কর্মী । তাঁরা তৃণমূল ও CPI(M) থেকে BJP-তে যোগ দেন ।

ছবি
ছবি

By

Published : Jun 26, 2020, 1:18 PM IST

চণ্ডীপুর, 26 জুন : পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তৃণমূল ও CPI(M) থেকে BJP-তে যোগ দিলেন 100 জন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক ।

রাজ্য BJP-র নির্দেশে জেলাজুড়ে চলছে গৃহ সম্পর্ক অভিযান । আর সেই অভিযান সফল করতেই প্রতিটি এলাকায় এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন BJP নেতৃত্ব । সাধারণ মানুষের হাতে কাজের খতিয়ান সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয় । আর গতকালই চণ্ডীপুরে 100 জন CPI(M) ও তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন। বৃহস্পতিবার রাতেই চণ্ডীপুর 2 মণ্ডল এলাকায় ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবারুণ নায়েক। নবারুণ বাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পুলককান্তি গুড়িয়া, সহ সভাপতি জিমুথকান্তি মাইতি সহ অন্যরা ।

তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য BJP-তে যোগদানকারী সৌমেন আদক বলেন, “এলাকায় দলীয় নেতাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় দল থেকে কোণঠাসা হয়ে পড়েছিলাম। বাংলার আবাস যোজনা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতি করা হচ্ছে । প্রকৃত দুস্থ মানুষ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । এভাবে দুর্নীতি করে কোনও দল চলতে পারে না। সাধারণ মানুষের পাশে স্বচ্ছভাবে দাঁড়ানোর জন্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করলাম ।" নবারুণ নায়েক বলেন, “ প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ BJP-তে যোগদান করার জন্য ইচ্ছাপ্রকাশ করছেন। তৃণমূল পরিচালিত বিরোধীশূন্য পঞ্চায়েতগুলি যেভাবে খুলে দুর্নীতি করে যাচ্ছে তাতে মানুষ আর সহ্য করতে পারছে না। তৃণমূলে দুর্নীতির বিরোধিতা করেই ইতিমধ্যেই অন্যান্য দল ছেড়ে বহু কর্মী আমাদের দলে যোগদান করেছে। ভবিষ্যতে এর থেকে আরও বেশি কর্মী দলে আসবেন।"

ABOUT THE AUTHOR

...view details