পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ - 1 arrested on a hotel owner

বালিশ চাপা দিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছিল হোটেল মালিককে ৷ এমনটাই অনুমান পুলিশের ৷ তদন্তে গ্রেফতার কাঠমিস্ত্রি ৷

দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১
দিঘায় হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

By

Published : Jun 23, 2021, 7:20 PM IST

নিউ দিঘা, 23 জুন : নিউ দিঘার এক হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ সেই তথ্যের ভিত্তিতে গ্রেফতার 1 ৷ পুলিশি তদন্ত চলছে ৷ পুলিশ জানিয়েছে, এটি কোনও আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই হোটেল মালিককে ৷ হোটেল মালিকের দেহ ময়নাতদন্তের মাধ্যমে উঠে এসেছে নানা তথ্য ৷

নিউ দিঘার হোটেল মালিকের খুনের ঘটনায় ধৃত যুবকের নাম জামিল সাহা ৷ রামনগর থানার ঠিকরামোড় এলাকায় বাড়ি জামিলের, পেশায় কাঠমিস্ত্রি ৷ পুলিশ জানিয়েছে, হোটেলের বিভিন্ন কাঠের কাজ করত ৷ হোটেলে যে ঘরে সুব্রত সরকার থাকত সেই ঘরের জানলা দিয়ে ঘরে ও বাইরে যাতায়াত করা যায় ৷

আরও পড়ুন : বালিশ চাপা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হোটেল মালিকের দেহ

জামিলের কিছু কথায় অসঙ্গতি রয়েছে ৷ পুলিশের অনুমান এই খুনের ঘটনার সঙ্গে সে জড়িত থাকতে পারে ৷ তাই তাকে গতকাল আটক করেছে পুলিশ ৷ জামিলের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহের বিছানা এলোমেলো অবস্থায় পড়েছিল ৷ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ ওই জানলা দিয়ে ঘরের ভিতরে ঢোকা সম্ভব রয়েছে ৷

হোটেল মালিকের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার কাঠমিস্ত্রি, দেখুন ভিডিয়ো...

গত শনিবার নিউ দিঘার এক হোটেলের ঘর থেকে ওই হোটেল মালিকের দেহ উদ্ধার হয় ৷ গলায় ফাঁস ও মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷ দীর্ঘদিন ধরে ওই ঘরেই থাকতেন সুব্রত বাবু, এমনটাই বক্তব্য আশে পাশের পরিচিতদের ৷

ABOUT THE AUTHOR

...view details