বর্ধমান, 24 জুলাই : কোরোনার জেরে সাত দিন বন্ধ থাকবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ । বর্ধমান জেলার সঙ্গে শহরেও বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । জেলা পরিষদে আসা এক ব্যক্তি মঙ্গলবার মারা যান, পরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । শুধু তাই নয়, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডুর নিরাপত্তারক্ষীর শরীরেও কোরোনার হদিস মিলেছে । তারপর থেকেই জেলা পরিষদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।
কোরোনা সংক্রমণের জেরে বন্ধ পূর্ব বর্ধমান জেলা পরিষদ অফিস - কোরোনা সতর্কতায় পূর্ব বর্ধমান
জেলা পরিষদের এক কর্মীর শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়েছে । তার জেরে জেলা পরিষদ কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন কাছারি রোডেই আছে জেলাশাসকের দপ্তর । তার পাশেই আছে একদিকে জেলা আদালত অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদ । ফলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কর্মী ছাড়াও বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া চলতেই থাকে। বাইরের লোকেদের আসা-যাওয়া বন্ধ করতে জেলা পরিষদে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়।
জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, “আমার নিরাপত্তারক্ষীর কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । তাই জেলা পরিষদের সকলেরই কোরোনা পরীক্ষা করা হয়েছে । জেলা পরিষদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে বাড়ি থেকে সকলেই জরুরি কাজকর্ম করবেন ।”