মেমারি, 17 মার্চ: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই যুবকের প্রেমিকা-সহ 4 জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ (Unnatural Death At Memari)। যুবকের পরিবারের অভিযোগ প্রেমিকা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার পরিবার তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ সেই কারণেই যুবককে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বুধবার রাতে পূর্ব বর্ধমানের মেমারির পারিজাত নগরের উদয়পল্লির প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়ির উঠোন থেকে শুভ শীল নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ওই বাড়িতে যায় শুভ শীলের পরিবার ও স্থানীয় মানুষজন ৷ তাঁরা প্রিয়াঙ্কা কীর্তনীয়ার বাড়িতে ভাঙচুর করেন এবং প্রেমিকার বাড়ির লোকেদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।