কিছু হেঁটে, কিছু সাইকেলে; নাগপুর থেকে আউশগ্রামে যুবক
লকডাউন শুরু হওয়ায় নাগপুর থেকে ওই যুবক হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেন । এভাবেই হাঁটতে হাঁটতে 24টা দিন পার হয়ে যায় ।
বর্ধমান, 4 মে: 24 দিন হাঁটার পর 1500 কিমি সাইকেল চালিয়ে নাগপুর থেকে আউশগ্রামের বাড়িতে ফিরলেন যুবক । সোমবার তাঁকে অভিরামপুরের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।
আউশগ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের ছোড়া কলোনির বাসিন্দা বিপ্লব দাস এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে নাগপুরে গিয়েছিলেন । হঠাৎ লকডাউন শুরু হওয়ায় ওই যুবক হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেন । এভাবেই হাঁটতে হাঁটতে 24টা দিন পার হয়ে যায় । এরপর পথে দুই সহৃদয় ব্যক্তি কিছু টাকা সাহায্য করেন । সেই টাকায় পুরোনো সাইকেল কিনে 1500 কিলোমিটার সাইকেল চালিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে ফিরেছেন বিপ্লব ।
বিপ্লব দাস বলেন, "অভাবের সংসারে হাল ধরতে নাগপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম । হঠাৎ করে লকডাউন শুরু হওয়ায় বাড়ি ফেরার জন্য হাঁটতে শুরু করি । 24 দিন হাঁটার পরে বিহারের কাছাকাছি এক জায়গায় দেখি মারোয়াড়িরা শিবির করে সেখানে খাওয়াচ্ছেন । সেখানে আমার ঘটনা জানার পর দুই ব্যক্তি 500 টাকা করে 1000 টাকা দেন । সেই টাকায় দোকান থেকে পুরোনো সাইকেল কিনি । সেই সাইকেলে চেপেই বাড়ির দিকে রওনা দিই । পথে আমাকে কেউ আটকায়নি ।"