পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে উদ্ধার বিরল কচ্ছপ - বর্ধমানে হলুদ কচ্ছপ

বর্ধমানের কলিগ্রাম থেকে হলুদ বর্ণের কচ্ছপ উদ্ধার ৷ তা বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

বর্ধমান থেকে উদ্ধার হলুদ রঙের কচ্ছপ
বর্ধমান থেকে উদ্ধার হলুদ রঙের কচ্ছপ

By

Published : Oct 29, 2020, 7:04 AM IST

বর্ধমান, 29 অক্টোবর : পুকুরে মাছ ধরার সময় ছিপে উঠল একটি হলুদ রঙের কচ্ছপ ৷ প্রথমে ওই কচ্ছপ ধূসর রঙের থাকলেও পরে তা হলুদ হয়ে যায় ৷ পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের কলিগ্রাম দাসপুর এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। বর্ধমান বন বিভাগের আধিকারিক দেবাশিস শর্মা টুইটারে ছবি পোস্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে একটা হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, চলতি বছরে এখনও পর্যন্ত দু'টি হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এর আগেরটি উদ্ধার হয়েছিল ওড়িশা থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ধরার সময় ছিপে কচ্ছপটি উঠে আসে। তবে তখন রং ছিল ধূসর। কিন্তু কচ্ছপটিকে জলের মধ্যে রাখার কিছুক্ষণ পরেই রং হলুদ হয়ে যায়। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

বন বিভাগ জানিয়েছে, বিরল বর্ণের কচ্ছপ এটি। টায়রোসিন রঙ্গকের অভাবে জেনেটিক মিউটেশন বা জন্মগত ব্যাধির কারণে এই রং হতে পারে।

জুলাই মাসে ওড়িশার বালাসোরে একটি গ্রাম থেকে হলুদ কচ্ছপ উদ্ধার হয়েছিল। পরে সেটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। কলিগ্রাম দাসপুর এলাকা থেকে উদ্ধার হওয়া কচ্ছপটিও বর্ধমান বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details