জামালপুর (পূর্ব বর্ধমান), 3 নভেন্বর: কালীপুজোর রাতে বর্ধমানের আঝপুরে খুন হন এক মহিলা আইনজীবী । ঘটনার তদন্তে নামে জামালপুর থানার পুলিশ । অবশেষে আজ দুপুরে গ্রেপ্তার হয় অভিযুক্ত 2 যুবক । ধৃত প্রশান্ত ক্ষেত্রপাল ও সুজিত ঘড়ুই বর্ধমানের আঝপুরের বাসিন্দা । আজ দুপুরে পূর্ব বর্ধমানের আঝপুর ও খণ্ডঘোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।
চুরির মতলবে ঢুকে খুন করা হয়েছিল মহিলা আইনজীবীকে, গ্রেপ্তার 2 - women lawyer murder in bardwan
অবশেষে 7 দিন বাদে বর্ধমানের আঝপুরে মহিলা আইনজীবী খুনের ঘটনায় গ্রেপ্তার 2 যুবক । ধৃতরা প্রশান্ত ক্ষেত্রপাল ও সুজিত ঘড়ুই । 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ ।
প্রশান্ত পেশায় ট্রাকের খালাসি ও সুজিত ডাব বিক্রেতা । ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডাব বিক্রির সুবাদে আইনজীবী মিতালি ঘোষের বাড়ি থেকে নারকেল পাড়ার জন্য মাঝেমধ্যেই ডাক পড়তো সুজিতের । বাড়িতে একা থাকতেন মিতালি ঘোষ । তা জানত সুজিত । পুলিশ সূত্রে খবর, কালীপুজোর দিন গভীর রাতে চুরির মতলবে পাঁচিল টপকে মিতালির বাড়িতে ঢোকে সুজিত ও প্রশান্ত । প্রথমে মিতালির মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ও তারপর তাঁর হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় । সম্ভবত ওই আঘাতেই মৃত্যু হয় মিতালির । তারপর ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে সুজিত ও প্রশান্ত । 27 অক্টোবর সকালে বাড়ির কাজের লোক এসে মিতালির সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে ঘরের মেঝে থেকে মহিলার দেহ উদ্ধার করে ।
পুলিশ সূত্রে খবর আগামীকাল ওই দুই অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হবে । পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে ।