আউশগ্রাম, 1 সেপ্টেম্বর:সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে টেলিফিল্মের জন্য ভিডিয়ো শুট করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ৷ থানায় এমনই অভিযোগ করলেন এক গৃহবধূ ৷ তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে । গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে ।
শুক্রবার সকালে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ করে ওই গৃহবধূ জানান, ফেসবুকের মাধ্যমে একটা বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারেন একটা টেলিফিল্মের জন্য ভিডিয়ো শুট করা হবে আউশগ্রামের ভালকিমাচানে । সেইমতো গত 7 অগস্ট তিনি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে আউশগ্রামের ভালকিমাচান রিসর্টে যান ।
সেখানে অরবিন্দ মিশ্র ওরফে গোপাল মিশ্র তাঁর বেশ কিছু ফটো শুট করেন । সে দিন তাঁরা বাড়ি ফিরে যান । এরপর ফের 17 অগস্ট ওই বধূকে ফোন করে ফটো শুটের জন্য যেতে বলেন অরবিন্দ । তিনি তাঁর স্বামীর সঙ্গে ফের সেখানে যান । কিন্তু সে বার ঘরে ফটো শুটের সময় অরবিন্দ মিশ্র ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ।
এরপর তাঁকে হুমকি দিয়ে বলা হয় যে, কারওকে এই কথা জানালে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করা হবে । ফলে ভয়ে কারওকে কিছু না জানিয়ে তাঁরা বাড়ি ফিরে যান । এরপর বুধবার রাতে ফের ওই গৃহবধূকে ফোন করে বৃহস্পতিবার দুপুরে যেতে বলা হয় । তিনি ফের সেখানে গেলে তাঁর স্বামীকে নীচে অপেক্ষা করতে বলা হয় । সেই সময় অরবিন্দ ও রিসর্টের কেয়ার টেকার বঙ্কিম ঘোষ দুজনে মিলে ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ । এরপর সেখান থেকে কোনওরকমে পালিয়ে আজ আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অরবিন্দ মিশ্র ও বঙ্কিম ঘোষকে গ্রেফতার করে ।
আরও পড়ুন:নাবালিকার যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত সৎ বাবার 20 বছরের কারাদণ্ড
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার ওই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অরবিন্দ মিশ্র ওরফে গোপাল মিশ্র আউশগ্রামের দিগনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ৷ অপর ধৃত বঙ্কিম ঘোষ আউশগ্রামের রাধামোহনপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।
বছর উনিশের ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন যে, সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারেন যে আউশগ্রামের ভালকিমাচানে একটা টেলিফিল্মের জন্য ফটোশুট করা হবে । সেই মতো তিনি যোগাযোগ করে আউশগ্রামে গিয়েছিলেন ।