বর্ধমান, 21 নভেম্বর: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয় থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ । যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়জুড়ে । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,"গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয় ।"
মঙ্গলবার সকালের দিকে গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয়ে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে নিরাপত্তারক্ষীরা । তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় । বিশ্ববিদ্যালয়ের তরফে বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এদিকে বিষয়টি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয় ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম চন্দ্র বলেন, "একজন বয়স্ক মহিলার মৃতদেহ বিশ্ববিদ্যালয়ের জলাশয় থেকে উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি । খবরটা পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ধমান থানার পুলিশকে জানানো হয় । পুলিশ এসে জলাশয় দেহ উদ্ধার করে নিয়ে যায় । আমরা পুলিশের কাছে জানতে চেয়েছি কার মৃতদেহ কীভাবে এখানে এল ৷ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি । আমাদের বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা আছে । কিন্তু এরপরেও যদি আরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে । কিন্তু জলাশয়ে দেহ ভেসে আসার একটা সম্ভাবনা আছে । সেই কারণেই আমরা ঘটনার তদন্ত চেয়েছি ।"
তিনি আরও জানান, সোশাল মিডিয়াতেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা পেজ তৈরি করে বিষয়টি নিয়ে একটা পোস্ট করা হয়েছে । যদিও ওই পেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ নয় । যদিও উনি স্পষ্ট করেছেন, " মৃতদেহ উদ্ধার কোনও রাজনৈতিক বিষয় নয় । বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হওয়া উচিত নয় । এখানে ছেলেমেয়েরা আসবে । তারা পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে এটাই আমাদের আকাঙ্ক্ষা । কোনও স্তরেই বিশ্ববিদ্যালয় রাজনীতি হোক এটা আমার পছন্দ নয় ।"
যদিও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মৃতদেহ উদ্ধারে প্রশ্ন উঠছে নিরাপত্তা ঘিরেও ।