পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্তানের সামনেই স্ত্রীকে থেঁতলে, পিটিয়ে খুন - death

কালনার পিন্ডিরা গ্রামে স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ।

স্ত্রীকে পিটিয়ে খুন

By

Published : Jun 11, 2019, 8:03 AM IST

কালনা, 10 জুন : স্ত্রীকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । কালনার পিন্ডিরা গ্রামের ঘটনা । মৃতের নাম চিন্তামণি সোরেন (34) । মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে চিন্তামণিকে খুনের অভিযোগ উঠেছে সুশীল সোরেনের বিরুদ্ধে ।

জানা গেছে, রবিবার দুপুরে বহিরাগত 4 মহিলাকে নিয়ে বাড়িতে মদ্যপানের আসর বসায় সুশীল সোরেন । তার স্ত্রী চিন্তামণি সেই ঘটনার প্রতিবাদ করে । তাই স্ত্রীকে জোর করে মদ খাইয়ে ডাইনি অপবাদ দিয়ে মেয়ের সামনেই নৃশংসভাবে ইট দিয়ে আঘাত করে সে । চিন্তামণিকে মারধর করে আরও দুই মহিলা ।

এরপর গুরুতর জখম অবস্থায় চিন্তামণিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ওই রাতেই তাঁর মৃত্যু হয় । ওই দম্পতির তিন মেয়ের মধ্যে বড় মেয়ে মালা সরেন বলে, "চারজন মহিলা ছিল । তাদের দু-একবার দেখেছি । মাকে ওরা জোর করে মদ খাইয়ে ডাইনি ধরেছে বলে বাবাকে জানায় । এরপর বাবা আমার এক বোনকে একহাত দিয়ে ধরে আর মাকে মারতে থাকে । যদি চিৎকার করি তাহলে বোনকে আছড়ে মারবে বলে হুমকি দেয় । তাই আমি চিৎকার করতে পারিনি । ওই মহিলারাও মাকে লাঠি দিয়ে মারধর করতে থাকে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details