বর্ধমান, 4 নভেম্বর : কোরোনা পরীক্ষার রিপোর্ট না দেখে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার অভিযোগে নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগ দায়ের করেছিলেন মৃত মহিলার ছেলে ৷ অভিযোগ জানানো হয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগেও ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানতে চাওয়া হয়েছে, কেন কোরোনা রিপোর্ট না দেখেই রোগীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷
ওই রোগীর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে শহরের খোসবাগান এলাকায় একটা নার্সিংহোমে ভরতি করা হয়েছিল । মৃতার ছেলের অভিযোগ, তাঁর মায়ের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরেও পরিবারের লোককে জানানো হয়নি । উলটে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । নার্সিংহোম কর্তৃপক্ষ কী কারণে এই ঘটনার কথা চেপে গেল সেটা জানার পাশাপাশি, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি ।