বেঙ্গালুরু, 2 জুন: 301 দিন পর জেল থেকে মুক্তি পেলেন পূর্ব বর্ধমানের জামালপুরের এক দম্পতি ৷ কর্ণাটকের পুলিশ ওই দম্পতিকে বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছিল ৷ সম্প্রতি পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী নামে ওই স্বামী-স্ত্রীকে জামিন দিয়েছে বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট আদালত ৷ তার পরই বৃহস্পতিবার দক্ষিণ ভারতের ওই রাজ্য থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা ৷
পলাশ ও শুক্লা তাঁদের দেড় বছরের সন্তানকে নিয়ে কাজের খোঁজে কর্ণাটকে গিয়েছিলেন ৷ কর্ণাটকের মারাতাল্লি এলাকায় তাঁরা বর্জ্য বাছাইয়ের কাজ করতেন ৷ বেঙ্গালুরুর ভার্তুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে 2022 সালের জুলাই মাসে ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ৷ সেই অভিযানেই পলাশ ও শুক্লাকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের ফরেনার্স অ্যাক্টে মামলাও হয় ৷ আদালত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় ৷ তার পর থেকে জেলবন্দিই ছিলেন ওই দম্পতি ৷