পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আবহে মাস্ক ও গ্লাভস পরে ভোট দিতে হবে - Mask

করোনার আবহেই হতে চলেছে বিধানসভা নির্বাচন । যে সব ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এছাড়া ভোট দেওয়ার সময় ভোটারদের ডান হাতে গ্লাভস পড়তে হবে । সেই গ্লাভস পরা অবস্থায় তাদের ইভিএমের বোতাম টিপতে হবে । এরপর সেই গ্লাভস ভোট কেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে ।

করোনা আবহে মাস্ক ও গ্লাভস পরে ভোট দিতে হবে
করোনা আবহে মাস্ক ও গ্লাভস পরে ভোট দিতে হবে

By

Published : Mar 2, 2021, 10:01 PM IST

বর্ধমান, 2 মার্চ :করোনার আবহেই হতে চলেছে বিধানসভা নির্বাচন । তাই করোনা বিধি মেনে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়, সেই লক্ষ্যে এগোচ্ছে জেলা প্রশাসন । ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলোকেও বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়েছে ।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন জেলাশাসকদের উপর বেশ কিছু বাড়তি দায়িত্ব দিয়েছেন । ভোটাররা যাতে নির্দিষ্ট শারীরিক দূরত্বও বিধি মেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটাও জেলাশাসককে দেখতে বলা হয়েছে । তাই যে ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে সেই ভোটকেন্দ্রের পরিসর কেমন হবে, প্রয়োজনে জেলাশাসকের সেই ভোটকেন্দ্র দেখে আসতে বলা হয়েছে ।প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয়েছে করোনা পরিস্থিতির জন্য যে কোনও ভোটকেন্দ্রে সর্বোচ্চ 1050 জন ভোটার থাকবেন ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় মোট 5641 টি বুথে ভোট গ্রহণ করা হবে । করোনা আবহের জন্য জেলায় অতিরিক্ত বুথের সংখ্যা বেড়েছে 1183 টি। জেলায় মোট ভোটারের সংখ্যা 4038911 জন। যে সব ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এছাড়া ভোট দেওয়ার সময় ভোটারদের ডান হাতে গ্লাভস পড়তে হবে । সেই গ্লাভস পরা অবস্থায় তাদের ইভিএমের বোতাম টিপতে হবে । এরপর সেই গ্লাভস ভোট কেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে । জানা গিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে বেশ কিছু মাস্ক রেখে দেওয়া হবে । যাতে কোনও ভোটার যদি ভুল করে মাস্ক না পড়ে ভোট কেন্দ্রে যান, তাহলে তাঁকে মাস্ক দেওয়া হবে । এছাড়া ভোট কেন্দ্রে ঢোকার মুখে থাকবে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা । এরপর ভোটারদের হাতে স্যানিটাইজার দিয়ে গ্লাভস দেওয়া হবে । সেই গ্লাভস পরে তারা ইভিএমের বোতাম টিপবেন ।

আরও পড়ুন :ঘরওয়াপসির পরেও শেষমেশ গেরুয়া রথেই জিতেন্দ্র

জেলাশাসক এনাউর রহমান বলেন, ‘‘করোনা আবহে এবার ভোট হচ্ছে । তাই নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে । ভোটারদের গ্লাভস দেওয়া হবে যেটা হাতে পরে তারা ইভিএমের বোতাম প্রেস করবেন । এছাড়া আরও অনেক ব্যবস্থাই রাখা হয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details