কালনা, 4 ফেব্রুয়ারি : সামাজের সামগ্রিক উন্নয়নের কাজ করছে রাজ্যের তৃণমূল সরকার ৷ অন্তত এমনটাই উঠে এসেছে প্রাক্তন তৃণমূল নেতা তথা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর গলায় ৷ সম্প্রতি মেদিনীপুরে বিজেপির সভা থেকে অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যােগ দিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু। তবে, দল ছাড়লেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি ৷ এবার বিধায়ক পদ না ছাড়ার কারণ ব্যখ্যা করতে গিয়েই তাঁর মুখ থেকে উঠে এল তৃণমূল সরকারের গুণগান ৷
বিধায়ক পদ না ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশােনার জন্য স্টাইপেন্ড দিচ্ছে রাজ্য সরকার ৷ আর সেই কাগজে সই করতে হচ্ছে বিধায়ককে। সেই সাক্ষর না করলে সমস্যায় পড়তে হবে পড়ুয়াদের ৷" তার জন্যই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি।