পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন দিতে গিয়ে ফিরতে হল, গলসিতে প্রার্থী বদল বিজেপির - বিধানসভা নির্বাচন 2021

তপন বাগদির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে গলসিতে পোস্টার পড়ছিল । দু'দিন আগে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, সাংসদ এস এস আলুওয়ালিয়া তাঁকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করছেন ।

বিকাশ বিশ্বাস
বিকাশ বিশ্বাস

By

Published : Mar 29, 2021, 5:54 PM IST

গলসি, 29 মার্চ : প্রার্থী তালিকায় ফের রদবদল বিজেপির । গলসি বিধানসভার বিজেপি প্রার্থীকে বদল করা হল । নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস । এদিকে নাটকীয়ভাবে গলসি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিতে আসেন পূর্ব ঘোষিত প্রার্থী তপন বাগদি । তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সংবাদমাধ্যমকে জানান, পদ্মফুল চিহ্নে মনোনয়ন জমা দিতে চলেছেন । এরপর হঠাৎ তিনি মনোনয়ন জমা না দিয়ে বেরিয়ে আসেন ।

আরও পড়ুন :হরে কৃষ্ণ হরে হরে , বিজেপি ঘরে ঘরে স্লোগানে তুলে প্রচার গলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন বাগদি

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের প্রার্থী তালিকায় তপন বাগদির নাম আসার পরেই গলসির বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । তপন বাগদির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, একথা জানিয়ে পোস্টার টাঙানো হয় । দিন দু'য়েক আগে সাংবাদিকদের সামনে তপন বাগদি দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া তাঁকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করছেন । তিনি হুঁশিয়ারি দেন, যেহেতু আলুওয়ালিয়া তাঁকে টিকিট দেননি তাই প্রার্থীপদ প্রত্যাহারের কোনও প্রশ্ন ওঠে না । এমনকী প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য করলে জেলা দলীয় কার্যালয়ে গিয়ে আত্মহত্যার হুমকি দেন ।

যদিও তাঁর নাম পরিবর্তন করে বিকাশ বিশ্বাসকে প্রার্থী ঘোষণার পর কোনও প্রতিক্রিয়া দেননি তপন বাগদি । এদিকে জেলা বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, প্রার্থী সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেন । এই বিষয়ে তাঁরা বিশেষ কিছু বলতে পারবেন না ।

ABOUT THE AUTHOR

...view details