বর্ধমান, 15 ফেব্রুয়ারি : পুলিশ যে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ আগেও তুলেছেন বিজেপি নেতারা । অভিযোগ তুলেছেন রাজ্যপালও । আজ সেই কথাই আরও একবার শোনা গেল দিলীপ ঘোষের গলায় । বললেন, "এখন থানায় অভিযোগ দায়ের করতে গেলে কালীঘাট না বললে অভিযোগ নেওয়া হবে না । ময়নাতদন্তের রিপোর্ট ডাক্তার ঠিক লিখতে পারবেন না । কালীঘাট যা বলবে সেটাই তাঁরা লিখতে বাধ্য হচ্ছেন ।" শুধু তাই নয়, কাঠগড়ায় তোলেন বিচারবিভাগকেও । বলেন, "বিচার বিভাগ, আইন বিভাগ, আদালত... সেখানে একজন বিচারকের ক্ষমতা নেই বিরোধী দলের কর্মীদের জামিন দিয়ে দেওয়ার । তিনি জানেন মিথ্যা মামলা । কিন্তু কালীঘাট না বলে দিলে, তিনি জামিন দিতে পারবেন না।"
"সত্যি সত্যি এবার পরিবর্তন হবে । সেটা সাধারণ মানুষ করবে । তাঁদের উপর আমাদের ভরসা আছে । সাধারণ মানুষ ব্রিটিশদের তাড়িয়েছেন, পাঠানদের তাড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসকেও তাড়াবে । কারণে এরা তো ছিঁচকে চোর, এদের তাড়ানো কোনও ব্যাপার নয় ।" বর্ধমান শহরে চা চক্রে যোগ দিতে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।